বরেণ্য আলেম ও প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ মুজিবুর রহমান পেশোয়ারীর ইন্তেকাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৪ ২০২০, ১৭:৩৬

বরেন্য ইসলামী রাজনীতিবিদ, প্রবীন আলেম ও প্রখ্যাত বুযুর্গ, খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর শীর্ষ নেতা আল্লামা সৈয়দ মুজিবুর রহমান পেশোয়ারী আজ মঙ্গলবার বিকাল ৪টায় টাঙ্গাইলে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি একজন পুরনো রাজনীতিবীদ ও বিচক্ষণ চিন্তাশীল আলেম ছিলেন। ইসলাম ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে বৃদ্ধ বয়সেও রাজপথে তিনি ছিলেন সোচ্চার। তাঁর ইন্তেকালে দেশবাসি একজন নির্লোভ, নিরহঙ্কার মুখলিছ আলেম ও বরেণ্য রাজনীতিবিদ হারালো। তাঁর শুন্যতা পূরণ হওয়ার নয়।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ মরহুম এই সংগ্রামী আলেমকে জান্নাতের সর্বোচ্চ মাকামে সমাসিন করুন। দান করুন।

 

এহসান বিন মুজাহির/ একুশে জার্নাল