বরিশালে মিললো “ইয়াবার কলম”
একুশে জার্নাল
নভেম্বর ০৬ ২০১৮, ১৪:২৫
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের সামনে থেকে কলমের মধ্যে ইয়াবা লুকিয়ে পাচারের সময় মান্নান খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাান্নান খান বার্থী এলাকার লতু খানের ছেলে।
গৌরনদী মডেল থানা পুলিশের এসআই মো. সগির জানান, সোমবার রাতে বার্থী ডিগ্রি কলেজের সামনে ইয়াবা বেচা কেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে মান্নান খানকে আটক করা হয়।
পরে তল্লাশী চালানো হলে জামার (শার্টের) পকেট থেকে কলমের মধ্যে লুকিয়ে রাখা ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাান্নান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।