বরিশালে নিজেদের প্রতিমা ভাঙচুর করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি অপচেষ্টা
একুশে জার্নাল
অক্টোবর ০৬ ২০১৯, ১৭:৩৬
ইলিয়াস সারোয়ার:
নিজেদের প্রতিমা ভাঙচুর করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি অপচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল আগৈলঝাড়া উপজেলায়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আসল রহস্য উদঘাটন করেছে পুলিশ।
সম্প্রতি বরিশালের আগৈলঝাড়া ইউনিয়নের পূর্ব পুতিহার গ্রামের শিল বাড়ি মন্দিরের প্রতিমা ভাঙচুরসহ বাড়িঘর ও মন্দিরের দান বাক্স লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি এ নিয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই পুলিশের একাধিক টিম অতি গুরুত্বপূর্ণ তদন্ত হিসেবে বাদীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের ফলে বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানায়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও প্রতিবেশীদের ঘর ভাঙচুর করার পরিকল্পনায় তারা এ ঘটনা ঘটায়।
পুলিশ সদস্য আবদুর রব হাওলাদার জানান, জিজ্ঞাসাবাদের পর আদালতে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত চলমান রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় হিন্দুরা এ ঘটনার নিন্দা জানান।