বরিশালে জিলাপীর লোভ দেখিয়ে ৮ বছরের শিশু কে ধর্ষণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০২ ২০১৯, ১৭:৫১

 

একুশে জার্নাল ডেস্ক; বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল (সাউদের খালপাড়) গ্রামে জিলাপীর লোভ দেখিয়ে শিশু শ্রেণীর এক ছাত্রী (৮) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতনের শিকার হওয়া শিশুটির মা ধর্ষক আলী বেপারীর (৪৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আলী বেপারী একই এলাকার মৃত আকফাত বেপারীর পুত্র ও গাছ ব্যবসায়ী।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান জানান, ২৫শে এপ্রিল সকাল দশটার দিকে আলী বেপারী শিশুটিকে একা পেয়ে জিলাপী খাওয়ানোর কথা বলে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। বুধবার দুপুরে মামলার বাদী ওই শিশুকে নিয়ে থানায় এসে আলী বেপারীকে আসামী করে মামলা দায়ের করেন।
নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীকে বৃহস্পতিবার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আলী বেপারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান।