বরায়া বাটুলগঞ্জ মাদরাসায় এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৭ ২০১৯, ২২:০০

এডিস মশার বংশ বিস্তার ও ডেঙ্গু জ¦র প্রতিরোধে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জস্থ বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধন কালে মুহতামিম মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান শিক্ষক, ছাত্রদের উদ্দেশ্যে বলেন, এডিস মশার মাধ্যমে সারাদেশ মানুষ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে। এই মশার বংশ বিস্তার প্রতিরোধ আমাদেরকে বাড়ীঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিন পরিষ্কার রাখতে হবে। আমরা সচেতন হলে ডেঙ্গু জ¦র প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু জ¦রে আতংকিত না হয়ে এডিস মশার বংশ বিস্তার রোধ সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন মাদরাসার শিক্ষা সচিব মুফতী মাওলানা আবুল কালাম আজাদ, হোস্টেল সুপার মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা হাফিজ ওয়ারিজ উদ্দীন, মাওলানা আরিফুল হক, হাফিজ মঞ্জুর আহমদ, হাফিজ কাজী মাহমুদুর রহমান প্রমুখ। এছাড়াও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করে।