বমি করছেন খালেদা জিয়া : চিকিৎসক বললেন ভালো আছেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২০ ২০২০, ০৯:৩০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বমি করছেন। তিনি ঠিকমতো খেতে পারছেন না বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা: মো: জিলন মিঞা সরকার বলেন, ‘তিনি বমি করেননি কিন্তু তার বমি বমি ভাব আছে। আমি গত শনিবার দেখা করে এসেছি। বমি করেছেন বলে আমাকে বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউর একটি সূত্র জানিয়েছে, ‘বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে বমি করছেন। তিনি চাহিদামতো খেতে পারছেন না। তার অসুস্থতা আগের চেয়ে বেড়েছে।’ এ ব্যাপারে অধ্যাপক জিলন মিঞা সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি গিরার ব্যথায় কষ্ট পাচ্ছেন। ওষুধ খেতে হলে ভালো করে খেয়ে নিতে হয়। কিন্তু তিনি মাঝে মধ্যে কম খেয়েই ওষুধ খেয়ে থাকেন। তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এ সমস্যার জন্য গ্যাসের ওষুধ দেয়া হয়েছে।’ তবে অধ্যাপক জিলন মিঞা জানান যে এক সপ্তাহ আগে বেগম জিয়া বমি করেছিলেন। তার খাবারে অরুচি হয়, অস্বস্তি হয়। গত শনিবার তিনি ভালোই ছিলেন।’

বেগম খালেদা জিয়া কি সুস্থ আছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জিলন মিঞা সরকার বলেন, ‘এসব ভালো হয় নাকি ? এটা আজীবন থাকে।’
অধ্যাপক জিলন মিঞা সরকার আরও বলেন, ‘গত ১ এপ্রিল ভর্তি হওয়ার সময় তিনি যেমন ছিলেন এখন তেমনই আছেন। শুধু গিরা ব্যথার জন্য তিনি কষ্ট পাচ্ছেন এটার জন্য ভালো চিকিৎসা আছে কিন্তু তিনি নিতে চাচ্ছেন না।’