বন্যার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী: মোশাররফ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৮ ২০২২, ১৮:৩৩

দেশের উত্তরাঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে এর জন্য দায়ী সরকারের নতজানু পররাষ্ট্রনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, প্রয়োজনের সময় ভারত পানি দেয় না, আর যখন প্রয়োজন নেই তখন পানিতে ভাসিয়ে দেয়।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে লোক দেখানো জিআরসি মিটিং করেছেন। সেই মিটিংয়ে কী করেছেন? জয়েন্ট রিভার কমিশনের কোনো রিপোর্ট ছাড়া যে তারা লিপ সার্ভিস একটা দিলেন-এটা আসলে বাংলাদেশের মানুষকে প্রতারণা করা হয়েছে।