বন্যাদুর্গত এলাকায় যুক্তরাজ্য প্রবাসী মুফতি ছালেহ আহমেদের অর্থায়নে খাবার বিতরণ
একুশে জার্নাল ডটকম
জুন ২৭ ২০২২, ০১:৪১
যুক্তরাজ্য প্রবাসী ও বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমেদের অর্থায়নে সিলেটে বন্যাদুর্গতদের মাঝে খাবার খাবার বিতরণ করা হয়েছে।
২৬ জুন (রবিবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডুবাইল ইউনিয়ন চৌধুরীকান্দি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে প্রায় দুই শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তত্ত্বাবধানে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সভাপতি মুফতি মাশুক আহমদ , মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আল আমিন, প্রমূখ।