বন্ধ হলো চট্টগ্রামের চার রেস্টুরেন্ট
একুশে জার্নাল
মার্চ ২০ ২০২০, ২১:২০

কাজী রিফাত জাহান চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরীতে এবার নিজে থেকে কয়েকটি রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করলো মালিকপক্ষ।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বারকোড, বীরচট্টলা, বারগুইচ ও মেজ্জান রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মনজুরুল হক রেস্টুরেন্টগুলো বন্ধের ঘোষণা দেন। পাশাপাশি তিনি অন্যান্য রেন্টুরেন্টের মালিকদেরও রেস্টুরেন্ট বন্ধের আহ্বান জানান।
মনজুরুল হক লিখেছেন, ‘আমাদের গ্রুপের সব রেস্টুরেন্ট আজকে থেকে বন্ধ থাকবে। আমার মনে হয় সব রেস্টুরেন্ট মালিকদের উচিৎ অবশ্যই অবশ্যই রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা। সব রেস্টুরেন্ট মালিককে রিকুয়েস্ট করছি একটুও সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রেস্টুরেন্ট বন্ধ করে দিন। আমরা রেস্টুরেন্ট খোলা রাখা মানে অন্যদেরকে বাসা থেকে বের হতে উৎসাহিত করা। সবার জন্য শুভ কামনা।’
প্রসঙ্গত, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ১৮ মার্চ থেকে চট্টগ্রামের প্রশাসন সমন্বিতভাবে পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানাসহ অন্যান্য পার্ক বন্ধ ঘোষণা করে।
১৯ মার্চ থেকে সকল কমিউনিটি সেন্টার, ক্লাবও হোটেলগুলোতে অনুষ্ঠান বুকিং বাতিলের নির্দেশনা জারি করেন। ১৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
ঘোষণা করা হয়।