বন্ধুর সাথে পহেলা ফাল্গুনে ঘুরতে এসে মেডিকেল ছাত্রী নিহত
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৩ ২০১৯, ১৬:৪৩

পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার (২২) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিলা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে। তানজিলা পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী।
পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পহেলা ফাগুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন তানজিলা। তারা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে তানিজিলার মৃত্যুর খবরে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তানিজার বাবা রাজশাহীতে বন বিভাগে কর্মরত আছেন বলেও জানান তার সহপাঠীরা।