বন্ধুকে খুন করে নিজ ঘরে মাটি চাপা দেয়ার ২দিন পর লাশ উদ্ধার
একুশে জার্নাল
আগস্ট ১৬ ২০২০, ২২:১০

মোঃ মামুনুর রশিদ মাহিন: সীতাকুণ্ড(চট্রগ্রাম) সংবাদদাতা:
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি ভাড়া বাসায় এক বন্ধুকে খুন করে নিজ ঘরে মাটি চাপা দেওয়ার দুইদিন পর লাশ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট ২০) উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার ৩নং ওয়ার্ডের শ্রমিক নেতা মছিউদৌলার বাড়ির লাল মিয়ার ভাড়া বাসায় থেকে রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ লাশটি মাটি খুঁড়ে এ মরদেহ উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোষ্টমোটেমের জন্য প্রেরণ করেন এবং ঘাতক খুনি রুমেন মিয়া (৩০)কে
পুলিশ আটক করে।
জানা যায়, খুনি রুমেন মিয়া বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাইকপাড়া গ্রামের রমজান আলীর পুত্র।
সেই এক বছর আগে নুরুউদদিনের সাথে বন্ধুত্ত গড়ে উঠে।পড়ের ঘরে আশ্রয় দেয় নিহত নুরুউদদিন। রুমেন পেশায় একজন রিক্সা চালক, প্রায় এক বছর ধরে নুর উদ্দিনের ঘরে থেকে রিক্সা চালাতো এবং প্রতি মাসে ঘরের খরচ দিতো।
হঠাৎ করে গত রমজানের পর থেকে রুমেন নুর উদ্দিনকে খরচ দেয়া বন্ধ করে দেয়।এনিয়ে তাদের দুই জনের মধ্যে তর্ক-বির্তক সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার রাত ১টার দিকে বন্ধু মোঃ নুর উদ্দিন (৪৫)কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে নিজঘরে গর্ত করে মাটি চাপা দেয় রুমেন মিয়া (৩০)তারা দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।
নিহত নুরুউদদিন বাড়ি উপজেলার কেশবপুরের নুরুল হকের পুত্র।
খুনের হওয়ার বিষয়টি জানতে পারলে,স্থানীয়রা খুনি রুমনকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।
পরে তিনি বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ এসে খুনি রুমনকে আটক করে এবং স্বীকারোক্তিতে মাঠি চাপা দেওয়া লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে। এ ঘটনায় খুনি রুমেন মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানা যায়।
উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক।