বন্দরের কেওঢালা টু কাজীপারা রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৮ ২০১৯, ১৯:৩৮

সজীব | নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোমবার বিকেলে ঝড়ের তান্ডবে উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা টু কাজীপারা রাস্তার বাগদোবাড়িয়ায় বৈদ্যুতিক খুটি ভেঙে যাওয়াতে কেওঢালা টু কাজীপারা হয়ে অলিপুরা ও বারদীর রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে৷ এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অত্র এলাকার কয়েক হাজার সাধারন মানুষ। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় বিপর্যয়ে পরেছেন এলাকার মানুষ। এমতাবস্থায় সধারন মানুষ দ্রুত বিদ্যুতের খুটি অপসারন করে রাস্তা সচল এবং বিদ্যুৎ সংযোগ চালু করার জোড়ালো দাবি জানিয়েছেন৷