বন্দরনগরীর ঝাউতলায় খতমে বুখারিতে আসছে হেফাজত মহাসচিব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০১৯, ১৫:২৬

একুশে জার্নাল ডটকম

বন্দরনগরী খুলশী থানাধীন প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া ঝাউতলা মাদ্রাসা’র খতমে বুখারী আগামী ১ই এপ্রিল রোজ সোমবার বাদে আসর অনুষ্ঠিত হবে।

খতমে বুখারী অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ হাদিসের দরস প্রদান করবেন জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাহাজরী মাদ্রাসা’র সহকারী মহা- পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
খতমে বুখারী অনুষ্ঠানে আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দুয়া ও মুনাজাত পরিচালনার কথা থাকলেও তিনি শারীরিক অসুস্থার কারনে উপস্থিত হতে পারবেন না বলে গণমাধ্যম’কে নিশ্চিত করেছেন মাদরাসার শিক্ষা-পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।
উক্ত খতমে বুখারী’র আখেরী দরসে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মহা পরিচালক ও বাংলাদেশে খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদীস আল্লামা আলী উসমান

উল্লেখ্য ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বন্দরনগরীর এ প্রাচীন বিদ্যাপীঠে এ বছর দাওরায়ে হাদীস শেষ করছে অসংখ্য শিক্ষার্থী