বনানীতে এফআর টাওয়ারে আগুন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৮ ২০১৯, ০৭:৪৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। বনানীর ২৭ নম্বর রোডে হোটেল সারিনার বিপরীত দিকের এফআর টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আগুন দৃশ্যমান হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বনানীর এফআর টাওয়ারে আগুন

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪-১৫ তলা ভবনটির নিচের পাঁচটি তলায় প্রথমে আগুন দেখা গেলেও ধীরে ধীরে তা উপরের দিকে উঠছে।

ঘটনাস্থলে উপস্থিত আরও এক প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, আগুন লাগার পর ভবনটি থেকে প্রচুর কালো ধোঁয়া কুণ্ডলি পাঁকিয়ে বের হচ্ছে। ভেতরে থাকা অনেকেই ঝুলে থাকা তার বেয়ে নিচে নামার চেষ্টা করছেন। নামতে গিয়ে তিনজনকে উপর থেকে পড়ে যেতেও দেখেছি।