বনাঞ্চল ধ্বংস করছে রোহিঙ্গারা -প্রধানমন্ত্রী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২০ ২০১৯, ১২:৩২

 

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও তাদের কারণে পাহাড়ি বনাঞ্চল ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

অপরিকল্পিত নগরায়ন ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় ১০০টি অর্থনৈতিক অঞ্চলের প্রতিটিতেই বন ও জলাধার থাকবে। এসময় জলাধার ভরাট না করার আহ্বানও তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গড়াই নদী ড্রেজিং করায় সুন্দরবনের পরিবেশ উন্নত হয়েছে। জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো দায়ী হলেও ক্ষতির শিকার হচ্ছে ক্ষুদ্র দেশগুলো।

তিনি জানান, সরকার ডেল্টা প্ল্যান একুশশ অনুযায়ী কাজ করছে, যেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মুক্ত থাকতে পারে। এসময় সবাইকে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।