বড়লেখায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ০৯ ২০২৪, ০০:১৩
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শাখার উদ্যোগ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।
আজ ৮ ডিসেম্বর বাদ মাগরিব উপজেলা সংগঠনের কার্যালয়ে পৌর সভাপতি ফয়সল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমেরিকা শাখার সভাপতি ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি ও উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, জেলা সহ সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান, মক্কা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন, পৌর খেলাফত মজলিসের নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভার শেষ পর্যায়ে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত দুনিয়ার সফর শেষ করেছেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবুল কাসেম।
শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ক্রয়কৃত নতুন মোটরসাইকেলের উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।