বঙ্গোপসাগরে ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৭ ২০২০, ১৯:৪৫

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ সোনাদিয়া বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় কুতুবদিয়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকার (এফভি রায়হান) ২০ জন জেলেসহ উদ্ধার করে।

গত ২৬ আগস্ট বিকেল ৫টায় সাগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নৌকাটি রাডার ভেঙ্গে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ দিন সাগরে ভাসছিলো। উদ্ধারকৃত জেলেদেরকে নৌকাসহ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া নিয়ে আসা হয়।

জেলেদের সাথে কথা বলে জানা যায়, গত ২৩ আগস্ট তাঁরা মাছ ধরার উদ্দেশ্যে কক্সবাজার হতে সমুদ্রে গমন করেছিল। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে মাছ ধরার নৌকাটি মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে যে কোন ধরনের উদ্ধার তৎপরতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।