বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৬ ২০২২, ১৬:০৩
আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এম এ জি) ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ (১৬ ফেব্রুয়ারি)। ১৯৮৪ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম এ জি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তাঁর বাবা খান বাহাদুর মফিজুর রহমান ও মা জোবেদা খাতুন।
অসাধারণ মেধাবী ওসমানী ১৯৩৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় ব্রিটিশ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এ অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাঁকে প্রাইটোরিয়া পুরস্কার প্রদান করে।
১৯৩৯ সালে এমএজি ওসমানী রয়েল আর্মড ফোর্স ক্যাডার হিসেবে যোগদান করেন। ১৯৪২ সালে তিনি মেজর পদে উন্নীত হন এবং তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজরের পদমর্যাদায় ভূষিত হন। ১৯৬৬ সালে অবসর নেওয়ার পর ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।
১৯৭০ সালের নির্বাচনে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৯টায় বঙ্গবীর ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত, বাদ আসর সিলেট ওসমানী জাদুঘরে ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান’ শীর্ষক আলোচনা সভা, পঙ্গুত্ববরণকারী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ।