বগুড়ায় বঙ্গবন্ধু মাচাং তৈরি করে যুবলীগ নেতা বহিষ্কার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৩ ২০২১, ১৪:৩৩

বগুড়ায় আড্ডা দেয়ার জন্য বঙ্গবন্ধু নামের একটি মাচাং তৈরি করে আবার তা ফিতা কেটে উদ্বোধনের পর বহিষ্কার হলেন আনিছার রহমান খলিল নামের এক যুবলীগ নেতা।

তিনি বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

গ্রাম-গঞ্জে প্রচলিত আড্ডা দেয়ার স্থানগুলোতে থাকে বাঁশ দিয়ে তৈরি মাচাং। এমন একটি মাচাং তৈরি করেই এবার বিপাকে পড়েছে এই আওয়ামীলীগ নেতা।

নিজে ও গ্রামের লোকদের নিয়ে আড্ডা দেয়ার জন্য এই মাচাংটি তৈরি করা হয় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা মাদ্রাসা মোড়ে। মাচাংটির নাম দেয়া হয়েছিল বঙ্গবন্ধু মাচাং।

এরপর রবিবার ফিতা কেটে মাচাংটি উদ্বোধন করেন ঐ যুবলীগ নেতা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু নানা আলোচন সমালোচনা।

তবে তার সংগঠন এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সেই সূত্র ধরে ২ আগষ্ট সন্ধ্যায় কলিলের প্রাথমিকভাবে সদস্যপদ বাতিল করা হয়।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, খলিল বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন.

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐ যুবলীগ নেতা সদস্য পদে নির্বাচন করার কথা।