বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৮ ২০২০, ১৯:৫২

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন, টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

বুধবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, ডিডিএলজি শরীফ নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।