বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ১০০ পাউন্ড কেক কাটার মাধ্যমে সাভারে মুজিব শতবার্ষিকি উদযাপন
একুশে জার্নাল
মার্চ ১৭ ২০২০, ০৮:২৪
মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাভারের উপজেলা পরিষদের উদ্যোগে ১০০ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অন্যদিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে উপজেলা চত্বরসহ উপজেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি ডা: এনামুর রহমান (এমপি), সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, সাভার পৌর মেয়র হজ্বী আব্দুল গনি, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সাভার আশুলিয়ার সকল নেতা-কর্মী।
এ সময় প্রতিমন্ত্রী জাতির জনকের মোরাল উন্মোচন করেন।