বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে শিশু ও কিশোরীদের মাঝে খাবার বিতরণ করলো গ্র্যান্ড সুলতান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৮ ২০২০, ১৫:৩৫

এহসান বিন মুজাহির :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে সরকারি শিশু পরিবারের শিশু ও কিশোরীদের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন গ্র্যান্ড সুলতানের টি রিসোর্ট এন্ড গলফের ডিরেক্টর ফাইনান্স ফারুক রাহমান, এজিএম আরমান খান, শ্রীমঙ্গলের সহকারী ভুমি কর্মকর্তা মাহমুদুর রাহমান মামুন, শ্রীমঙ্গল সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আয়শা আক্তার বৃষ্টি প্রমুখ।

এছাড়াও উল্লেখ্য, শ্রীমঙ্গলের মহাজেরাবাদের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সের মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রঃ) এ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।