বইমেলায় রফিকুজ্জামান রণির নতুন বই
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৭ ২০২০, ১৪:১৭
হাসান মাহমুদ সালাহ
অমর একুশে বইমেলায় কাগজ প্রকাশন থেকে বের হয়েছে জেমকন সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও গল্পকার রফিকুজ্জামান রণির কাব্যগ্রন্থ, ধোঁয়াশার তামাটে রঙ। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ঝকঝক শাদা কাগজে লেখা বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ১২০ টাকা। মেলার ৬১৪-৬১৫ নং স্টলে পাওয়া যাবে বইটি।
এর আগে লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘দুই শহরের জানালা’ প্রকাশিত হয় ২০১৯ সালে। বইটি প্রকাশ করে দেশ পাবলিকেশন্স। জনপ্রিয়তা পাওয়া বইটি দেশ পুরস্কার, জেলা প্রশাসক পুরস্কার ও এবং মানুষ সাহিত্য পুরস্কার অর্জন করে।
চাঁদপুরে বেড়ে উঠা কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি ব্যক্তিজীবনে সাংবাদিকতার সাথে যুক্ত। মহাপরিচালক চর্যাপদ সাহিত্য একাডেমি। বর্তমানে স্থানীয় দৈনিক, চাঁদপুর বার্তার’ সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত আছেন।