ফ্রান্স খেলাফত নেতা মাওলানা কাওছার উদ্দীনের লন্ডন সফর
একুশে জার্নাল
মে ২২ ২০১৯, ০৬:২১
একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি: খেলাফত মজলিস প্যারিস মহানগরীর সভাপতি মাওলানা কাওছার উদ্দীন এক সংক্ষিপ্ত সফরে ইংল্যান্ডে এসেছেন।
আজ মঙ্গলবার (২১মে) বিকেল সাতটায় লন্ডন লুটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন। তারপর
খেলাফত মজলিস লুটন শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে এয়ারপোর্টে ফুলেল অভ্যার্থনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লুটন শাখার সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ, সহসম্পাদক মাওলানা নোমান আহমেদ,অর্থ সম্পাদক জনাব জাহেদ আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আমহমেদ প্রমুখ।
সফররত ফ্রান্স খেলাফত নেতা মাওলানা কাওসার উদ্দীন তিন সপ্তাহের সংক্ষিপ্ত সফরে পারিবারিক ও সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করবেন৷