ফ্রান্সে সুনামগঞ্জ অঞ্চলের ঝিগলী গ্রামের প্রবাসীদের মিলন মেলা
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০২০, ০৬:১৫
বদরুল বিন আফরোজ, ফ্রান্স: ফ্রান্সে সুনামগঞ্জ অঞ্চলের ছাতক থানার ঝিগলী গ্রামের প্রবাসীদের মিলন মেলা বসেছিল। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় প্যারিসের ক্যাথসিমা সোনার বাংলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এই মিলন মেলা।
ফ্রান্সে ঝিগলী গ্রামের প্রবাসী কাউছার উদ্দিন এ মিলন মেলার আয়োজন করেন। তিনি বলেন দেশের সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রবাস জীবন যেন আমরা ঝিগলী গ্রামের সব এক ফেমিলির হয়ে কাটাতে পারি এজন্য এই মিলন মেলা করা।
ঝিগলী গ্রামের প্রবাসীদের এমন মিলন মেলার আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বক্তব্য রাখেন ঝিগলী গ্রামের প্রবাসী, শাহিন আহমদ ,স্পেন প্রবাসী-রাজু আহমেদ ,শাহ আলম ,বদরুজ্জামান ,জয়নুল ,জাবের ,সাদেক,সিদ্দিকুর রহমান ,আফজাল হোসেন,প্রমুখ।
এছাড়াও এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী লাউতলা গ্রামের কবির আহমদ ,সুনামগঞ্জের জান্দেরটুপি গ্রামের সব্বির আহমদ,
আনু জানি গ্রামের বিলাল আহমদ। এ সময় তারা বলেন ঝিগলী গ্রামের প্রবাসীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়,আমরাও চাই এমন ভ্রাতৃত্ব বন্ধন সকলের মাঝে হওয়া উচিত।