ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩১ ২০২০, ১৮:০৫
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিকে জেলার সভাপতি সালেহা সুলতান নিঝুম এর সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আরীফুল ইসলাম, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলার সাবেক সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক সভাপতি, মাওলানা ওবায়দুল্লাহ বিন শাহজাহান বাখেরী, এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ সাঃ ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে আমরা যদি সকলে একযোগে প্রতিবাদ জানায়, তাহলে তাদের আর্থিক অবস্থা সোচনীয় হয়ে পড়বে, মুসলিম রাষ্ট্রের কাছে মাথা নত করবে।
মানববন্ধনে বক্তারা সকলের উদ্দেশ্যে আরো বলেন; আমরা যদি ফ্রান্সের সকল পণ্য বয়কট করি তাহলে তারা অচল হয়ে পড়বে।সুতরাং মোহাম্মদ সাঃ ভালোবাসলে সকলকে ফ্রান্সের পণ্যের বয়কট করার দাবি জানায় মানববন্ধনে থাকা বক্তারা।
মানববন্ধনটি সঞ্চালনা করেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিকে জেলার সাধারণ সম্পাদক এমদাদুল হক। এছাড়াও, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিজস্ব ব্যানারে নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা, স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা “আল-আওন চাঁপাইনবাবগঞ্জ” সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন উপস্থিত ছিলেন।