ফ্রান্সে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাঁশখালীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৯ ২০২০, ২১:৪৪
জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া বাজারে, আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদে আসর “ইসলামী আন্দোলন বাংলাদেশ” খানখানাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে, ফ্রান্সে বিশ্ব মনবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর প্রতি অপমানজনক ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, আই এ বি খানখানাবাদ ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আব্দুচ্ছবুর সাহেব। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, বিশেষ অতিথি ছিলেন, যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি মাষ্টার নুর আহমদ ছিদ্দিকী, ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মন লোকমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মানুষ পরিপুর্ণ মো’মেন হতে হলে প্রিয় নবীজি সাঃ এর মুহাব্বত দুনিয়ার সকল কিছুর উর্ধে হতে হবে, কোন মানুষের অন্তরে তিল পরিমাণ রাসূল সাঃ মুহাব্বত থাকলেও সে রাসূলের অপমানে ঘরে বসে থাকতে পারেনা। তিনি আরো বলেন, আজ প্রত্যেক আশেকে রাসূল সাঃ এর ঈমানী দায়িত্ব যে, ফ্রান্সের সকল পণ্য বর্জন করা। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, প্রেমাসিয়া কাসেমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকের সাহেব, ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, যুব আন্দোলন ইউনিয় শাখার সহ-সভাপতি মাওলানা ফোরকান, মাওলানা নাফিস সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
সর্বশেষ সভাপতির মুনাজাতেরর মাধ্যমে কর্মসূচি শেষ হয়।