ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ
একুশে জার্নাল
অক্টোবর ৩১ ২০২০, ০১:৪০
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/10/20201031_013532-720x405.jpg)
জহিরুল ইসলাম সরকার, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) বাদ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সভায় মুসলিম উম্মার পরিচালক শামসুল ইসলামের পরিচালনায় ও জুড়ী জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।