ফ্রান্সে মহানবীকে কটূক্তির প্রতিবাদে কুলাউড়ায় ইসলামী সমমনা দলের বিক্ষোভ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১৮:১৭

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের প্রাণের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়া শহরে সমমনা ইসলামী দলের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে সমমনা ইসলামী দলের আহ্বায়ক অধ্যক্ষ মাও. বদরুদ্দীনের নেতৃত্বে ও হাফিজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহানবীর বিরুদ্ধে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাও. আনোয়ার হুসাইন ও মাও. আজিজ আহমদসহ আরও অনেকে।

সভায় বক্তারা সকল মুসলিম জাতিকে ফ্রান্সের পণ্য বয়কট ও রাসুল (সাঃ) এর সম্মান রক্ষায় সদা সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ফ্রান্স সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের নিকটও আবেদন জানান বক্তারা।

উক্ত প্রতিবাদ সমাবেশে সমমনা ইসলামী দলের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহণ করেন।