ফ্রান্সে বিশ্বনবী (সা.) নিয়ে ব্যঙ্গ করায় বিশ্বনাথ পীরের বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ
একুশে জার্নাল
নভেম্বর ০৫ ২০২০, ১৮:৩৩
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ:
বির্তকিত রম্য ম্যাগাজিন শার্লি এবদো’র মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে।
এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন, মুসলিমদের তীব্র আপত্তি সত্ত্বেও তার দেশ মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। পরে দেশটির দু’টি সরকারি ভবনে প্রজেক্টরের মাধ্যমে বড় করে সেই বিতর্কিত ছবি দেখানো হয়।
এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক।
তারাই ধারাবাহিকতায় ( ৫ নভেম্বর) বৃহঃবার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।
বাদ যোহর দশঘর ইউনিয়ন উলামা পরিষদের ব্যানেরা এলাকার ধর্মপ্রাণ মুসলমান একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি পীরের বাজারের পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার রোর্ডে প্রদক্ষিণ শেষে মধ্য বাজার এসে শেষ হয়।
উপস্থিত সভার সভাপতি
মাও. খবিরুদ্দীনের সভাপতিত্বে, মাওলানা আফরুজ আলীর ও আশরাফুল হক এর যৌথ পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মাও. ছাদিকুর রহমান, মাও. মিজানুর রহমান মুন্সি, মাও,মইনুল ইসলাম, মাও, আফজল হোসাইন, মাও, মতিউর রহমান, মাও,আনোয়ার হোসাইন, সংগঠন মোঃআবুল হোসাইন, মাও, আমিনুল ইসলাম আমিনী,পীরের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃমাসুক মিয়া, সংগঠন মোঃতাজুল ইসলাম, মাও,জাকির চৌধুরী।
এসময় উপস্থিতি ছিলেন মাওলানা আনহার বিন সাইদ, মাও,ময়নুল ইসলাম,
মাও, মুস্তাক আহমদ, মাও,আজিম উদ্দীন, মাও, ফুজায়েল আহমদ ফোয়াদ মাও, ছাদ উদ্দীন, হাফিজ তালেব উদ্দীন, হাঃজালাল, কবি মুজিবুর রহমান জালালী,মোঃসামসুল ইসলাম,মোঃতাজুল ইসলাম, মাও,লোকমান আলী মোঃশফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট, বিশ্বনবনীকে নিয়ে যারা ব্যাঙ্গত্বক কার্টুন প্রকাশ করেছে জড়িদের সবাইকে গ্রেফতার করে ফাঁসি দেয়াসহ নানা দাবী তুলে ধরেন।
মাওলানা লোকমান আহমদের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।