ফ্রান্সে বিশ্বনবী সা.-কে অবমাননার প্রতিবাদে পূর্ব পৈলনপুরে খেলাফত মজলিসের মিছিল সমাবেশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১২:২৮

বালাগঞ্জ প্রতিনিধি: ফ্রান্সের সরকারি মদদে বিশ্বনবী মুহাম্মদ সা.কে অবমাননা প্রতিবাদে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার আয়োজন ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় জালালপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পূর্ব পৈলনপুর ইউপি শাখার সাবেক সহ-সভাপতি আজম খানের সভাপতিত্বে ও শাখার সভাপতি হাফেজ রেজাউল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহ-সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন মিসলু, উপজেলা নির্বাহী সদস্য, মাও. ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হামছাপুর- রশিদপুর মাদরাসার শিক্ষা সচিব মাও, মুশাহিদ আলী, কালের হামছাপুর কালিগঞ্জ মাকড়সি মদিনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাও. আব্দুল ওয়াহিদ, শাদেকপুর জামে মসজিদের ইমাম মাও. মুহাম্মদ আলী, জলালপুর পশ্চিম জামে মসজিদের ইমাম মাও. সাইফনুদ্দিম,পূর্ব মসজিদের ইমাম মাও. কলমদর আলী, জাহিদপুর জামে মসজিদের ইমাম মাও. ইসমাইল আলী, ছাত্র মজলিস কর্মী রাসেল আহমদ আহমদ প্রমুখ।