ফ্রান্সে বিশ্বনবী সা. এর অবমাননার প্রতিবাদে বালাগঞ্জের নয়া বাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
একুশে জার্নাল
নভেম্বর ০৩ ২০২০, ১৯:২৬

গতকাল ২/১১/২০ইং বিকাল ২ঘটিকায় সিলেট জেলার বালাগঞ্জ উপজেলাধীন দনারাম নয়া বাজারে, ফ্রান্সে সরকারি মদদে বিশ্বনবী মুহাম্মদ সা. এর অবমাননার প্রতিবাদে ‘কলমপুর ও পূর্ব আতাশনের সর্বস্তরের তাওহিদী জনতা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়| মিছিলটি বাজারের সকল সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সভায় মিলিত হয়|
আতাশন মোল্লাপাড়া মাদরাসা মুহতামিম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও কলমপুর মাদরাসার শিক্ষক মাওলানা হুসাইন আহমদ আওলাদ এবং মাওলানা নুরুদ্দিন আহমদ ফুজায়েলে যৌথ পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায়ো বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সালাম সুনামগঞ্জি, কলমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা শাহিনুর রহমান,
মাওলানা জিল্লুর রহমান, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা রহমত আলী, উত্তর আতাশনের জনাব নুরুল ইসলাম, আব্দুর রশিদ দুদু মিয়া, হাফিজ আলী হুসাইন, পুর্ব আতাশন মাদ্রাসা কারী মনোয়ার আহমদ, কলমপুরের
জনাব আব্দুল আহাদ, জনাব দুধু মিয়া, জনাব বাতির মিয়া, আতাশনের জনান মুহিবুর রহমান, আব্দুর রশিদ এপরুল প্রমুখ|