ফ্রান্সের প্রেসিডেন্ট মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশী মুসলিমস ইউকে’র প্রতিবাদ সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৭ ২০২০, ০৬:৪২

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মতপ্রকাশের নামে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করে কার্টুন প্রদর্শনের প্রতিবাদে গত ৫ নভেম্বর ২০২০, বাংলাদেশী মুসলিমস ইউকের উদ্যোগে ভার্চুয়ালের মাধ্যমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, প্রবীণ আলেমে দ্বীন শায়খ আসগর হোসাইন, বাংলাদেশী মুসলিমস ইউকের সর্বোচ্চ পরিষদ মজলিসে কিয়াদতের সদস্য, ইসলামিক শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা হাফিজ আবু সাঈদ, চেয়ারম্যান মাওলানা জমসেদ আলী, কাউন্সিল অফ মস্কস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক, ইষ্ট লন্ডন মসজিদের খতীব শায়েখ আব্দুল কাইয়ুম, বাংলাদেশী মুসলিমস ইউকের সাবেক সভাপতি ও সেন্টার ফর ইসলামিক গাইডেন্স এর চেয়ারম্যান মাওলানা এ কে মওদুদ হাসান, মজলিসে কিয়াদতের সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসেন খাঁন, মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, আল আকসা মসজিদের ইমাম ও খতীব মাওলানা সাদিকুর রাহমান, গোলাপগন্জ উলামা কাউন্সিলের সহ সভাপতি মাওলানা শওকত আলী, মাজাহিরুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, আন্জুমানে আল ইসলাহের কেন্দ্রীয় নেতা মাওলানা জিল্লুর রহমান, মাওলানা রফিক আহমদ রফিক, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, হেলাল কমিটির সমন্বয়কারী মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, সারে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রব, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আবু সাঈদ আনসারী, ইমাম শায়েখ তাজুল ইসলাম, ব্যরিস্টার লিয়াকত সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নূর বক্স, বাংলাদেশশী মুসলিম ইউকের প্রচার সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, বাংলাদেশী মুসলিমস ইউকের আমেলা সদস্য হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা এফ কে এম শাহজাহান , ইমাম খিজির হোসাইন, মাওলানা দেলওয়ার হোসাইন প্রমুখ।


ম্যাক্রোঁ মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থনের নামে ইসলাম ধর্ম বিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও বিশ্ব মানবতা বিরোধী উসকানি মুলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করে নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন।

নেতৃবৃন্দ, ফ্রান্সে ইসলাম ধর্ম বিরোধী সকল তত্পরতা বন্ধ এবং মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রচার ও প্রদর্শণ বন্ধ করার জোর দাবি জানিয়ে মুসলিম বিশ্বের ফ্রান্সের পন্য বর্জন কে সমর্থন করে বলেন, যতদিন ফ্রান্স ইসলাম অবমাননার ক্ষমা এবং তা বন্ধ না করবে ততদিন ফ্রান্স পন্য বয়কট চালিয়ে যাওয়ার আহবান জানান।