ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে ঝুলতে চান সোনারগাঁওয়ের সাংসদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৪ ২০২০, ১৪:২৬

ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘আমার নবীকে নিয়ে ফ্রান্সের ওই কুকুরের বাচ্চা ব্যঙ্গ করেছে। যদি আজকে সামনে পেতাম সংসদ সদস্য হিসেবে নয় মুসলমান হিসেবে তাকে হত্যা করে হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যেতাম।

সোমবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে ‘আল্লামা শাহ আহমদ শফীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধামন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আপনার পিতা একজন সাচ্চা মুসলমান ছিলেন। আপনার পিতা মুসলমানের জন্য অনেক কিছু করেছেন। আপনি নিজেও তাহাজ্জুত নামাজ না পরে ঘুমান না। আপনি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বর্জন করুন।

লিয়াকত হোসেন খোকা আরও বলেন, ‘একজন সংসদ হিসাবে আমি আপনাকে বলতে চাই, আমার নবীর বাইরে আর কিছুই নাই, আমার নবীর বাইরে কোন পরিচয় নাই। আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার সাথে কিসের সম্পর্ক?

সাংসদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইসলামের পক্ষে কাজ করছেন। আগামী ৮ তারিখে সংসদে অধিবেশন ডাকা হয়েছে। আপনি এই সংসদে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বাতিল করার জন্য সংসদে প্রস্তাবনা আনুন। আমরা আপনার পক্ষে থাকব। আর যারা আমার নবীর বিরুদ্ধে অবমাননা করবে তাদের বিরুদ্ধে ফাঁসি কার্যকর করার নতুন আইন সংসদে আনুন।

কাদিয়ানিরা মুসলমান নয় মন্তব্য করে এমপি খোকা বলেন, ‘কাদিয়ানিদের হেড অফিস লন্ডনে। তাদের মসজিদে ডিশের লাইন আছে। তারা মুসলমান হতে পারে না তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। প্রয়োজনে সংসদে আইন আনবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ সভাপতি নুর হোসাইন কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব নুরুল ইসলাম জিহাদী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাইখুল হাদিস মামুনুল হক।

এ নিয়ে বামপাড়ায় চলছে ব্যাপক তোলপাড়।