ফ্রান্সের প্যারিসে মুসলমানদের প্রতিবাদী সমাবেশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১০ ২০১৯, ২৩:৪০

আমিন উদ্দীন সুলতান, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের হাজার হাজার মুসলমান প্যারিসের রিপাবলিক চত্বরে আজ দুপুর ২ টায় প্রতিবাদী মিছিল নিয়ে জড়ো হন।

এ সময় “ফ্রান্সে মুসলমানদের মসজিদে হামলা বন্ধ হোক, মুসলিমদের হয়রানি বন্ধ হোক, উগ্রপন্থী খ্রিস্টানদের ষড়যন্ত্র রুখে দাও”, যে কোনো হামলায় মুসলমানদের দোষারোপ করা বন্ধ হোক জাতীয় স্লোগান দিচ্ছিলেন তারা।

এতে রাজনৈতিক অনেক নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ফ্রান্সের বিভিন্ন স্থান থেকে দলে দলে অনেক মুসলমান ‘আল্লাহু আকবার, আল্লাহুআকবার, লা-ইলাহা-ইল্লাল্লাহ জিকিরের সাথে সমাবেশে যোগ দেন।