ফৌজদারহাট লিংক রোড এলাকায় পাহাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
একুশে জার্নাল ডটকম
জুন ২৬ ২০২০, ১৩:৪০

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি;
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকায় পাহাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন ২০)উপজেলার ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন পাহাড়ি এলাকায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার,মিল্টন রায়,সহকারী কমিশনার(ভূমি)সহ পাঁচ জন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই অভিযানে অংশ নেয় পুলিশ,ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম ওয়াসা।সম্প্রতি সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ)পাহাড় কেটে একটি সড়ক নির্মাণ করে যা নগরীর বায়েজিদ এলাকাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে যুক্ত করেছে। করোনা মহামারিতে এ সড়কের দুই পাশে থাকা পাহাড়গুলোতে দখলদারদের তৎপরতা বেড়ে চলছে।
এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী তিনি বলেন,সড়কের দুই পাশের এলাকা জঙ্গল সলিমপুর, জঙ্গল লতিফপুরসহ অনেক এলাকার পাহাড়গুলোতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।তাই উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি বলেন আরো, আমরা ৩৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি যেগুলো পাহাড় কেটে বানানো হয়েছে। প্রায় শতাধিক শ্রমিক নিয়ে আমরা এ অভিযান পরিচালনা করি বলে জানান।