ফোর্ড স্কয়ার মসজিদে ইউকে জমিয়তের রামাদ্বানের তাৎপর্য ও যাকাত শীর্ষক কন্ফারেন্স শনিবার
একুশে জার্নাল
এপ্রিল ২৪ ২০১৯, ০১:৩৪
একুশে জার্নাল ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য ও মাসায়েলে যাকাত শীর্ষক জরুরি আলোচনা সভা ও ওয়াজ মাহফিল আগামী ২৭ এপ্রিল ২০১৯ শনিবার বিকাল সাত ঘটিকায় ফোর্ড স্কয়ার এশাআতুল ইসলাম মসজিদ লন্ডনে ( FORD SQUARE MOSQUE,London E1 2HS) অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা শায়খ আসগর হোসাইন,প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইকরা টিভি’র ভাষ্যকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম, সিনিয়র সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। এ ছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ এক বিবৃতিতে উক্ত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে অশেষ সওয়াব হাসিল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।