ফেয়ার প্রাইস চাউল ডিলার আবুল কালাম শুভ এর মানবিক উদ্যোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ২২:২৫

আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চারিদিকে যখন সরকারি চাউল আত্মসাৎ এর খবর আসছে ঠিক এমন সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ফেয়ার প্রাইস চাউল এর ডিলার মো.আবুল কালাম (শুভ) সরকারি ১০ টাকা দরের চাউল বিতারনে মানবিক উদ্যোগ গ্রহন করেছেন। তিনি তার আওয়াতাধীন এলাকার কার্ডধারি দের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেয়ার প্রাইস ডিলারদের ১০ টাকা কেজি চাউল দিয়েছে, যদি এই চাউল কেনার জন্য ৩০০ টাকা আপনার ঘরে না থাকে তাহলে আপনাকে চাউল ফ্রীতে দেওয়া হবে, আপনি আসেন। টাকা নেই বলে ঘরে বসে থাকবেন না প্লিজ। আমাকে বলেন প্রয়োজনে আমি আপনাদের চাউল বাসায় পৌঁছে দেবো। বাঁচলে সবাই একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তাই বলে কেউ না খেয়ে থাকবো না।

এ ব্যাপারে আবুল কালাম শুভ এর কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ফেয়ার প্রাইসে যে চাউল দিয়েছেন তা আমি বন্টন করছি মাত্র। এখন দেশের যে অবস্থা এই অবস্থায় অনেকর কাছে টাকা নাও থাকতে পারে। এ জন্য তারা যদি আমাকে ফোন দেয় তাহলে আমি নিজে তাদের বাড়িতে গিয়ে চাউল দিয়ে পৌঁছে আসবো। তবে কেউ যেনো না খেয়ে বসে না থাকে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগ নেওয়াকে স্বাগত জানিয়েছেন।