ফেসবুকে কুরআন অবমাননা; কলেজছাত্র আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৮ ২০১৯, ১২:৫০

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরআন ও বিশ্বনবিকে নিয়ে কটুক্তি করার অপরাধে সৈকত ঢালী (১৭) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সে কালকিনি উপজেলার ডাসার সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। মাদারীপুরের কালকিনি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গতকাল শনিবার সে তার ফেসবুকে পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারিম ও মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অবমাননাকর কথা লিখে একটি পোস্ট দেয়।

মুহূর্তেই তার এ পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টটি কলেজছাত্রদের নজরে আসলে তারা সৈকত ঢালীকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালকিনি থানা পুলিশ সৈকত ঢালীকে গ্রেফতার করে।

কলেজ ও থানা সূত্রে জানা যায়, সৈকত ঢালী কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বেতবাড়ি গ্রামের খোকন ঢালীর ছেলে।

ফেসবুকে বিশ্বনবি ও কুরআন নিয়ে কটুক্তিমুলক পোস্ট দেয়ায় সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।