ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ; ছুরিকাঘাতে দুই ভাইসহ নিহত ৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৩ ২০২২, ১২:৫৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। সংঘর্ষে ছুরিকাঘাতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাপাসিয়ার দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ফারুক, তার ছোট ভাই নাঈম এবং একই গ্রামের রবিন।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে রাত সাড়ে ১১টার দিকে চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার কয়েকজন যুবকের সংঘর্ষ হয়।

সংঘর্ষে ছুরির আঘাতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত আটজন।

আহতদের মধ্যে রবিনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।