ফেসবুকে আপত্তিকর ছবি: কিশোরীর আত্মহত্যা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৯ ২০২০, ২০:৩০
রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি পোস্ট ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় বিউটি মন্ডল নামে এক কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খেশরায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সে।
আত্মহননকারী বিউটি মন্ডল খেশরার নিতাই মন্ডলের মেয়ে। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃতুঞ্জয় রায় নামে স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ করা হয়।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিস্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিউটি মন্ডলের বাবা বলেন, দুইদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন, বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়েকে প্রাণ দিতে হতো না।