ফের ক্ষমতায় আসবে আওয়ামী লীগ: ইআইইউ
একুশে জার্নাল
ডিসেম্বর ১৩ ২০১৮, ০৪:৫০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত কান্ট্রি ব্রিফিংয়ে ইআইইউর মত হলো, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের শেষে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও পরে বিরোধী দলের আন্দোলন এবং জনতার বিক্ষোভের কারণে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হতে পারে।
ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকবে। এই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হতে গড়ে ৭.৭ শতাংশ হারে।
প্রতিবেদনে শুরুর দিকে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়কে সমস্যা হিসেবে দেখা হয়েছে। একইসঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের সম্ভাবনা দেখছে না ইআইইউ।
প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগপ্রাপ্তি অব্যাহত রাখা, এবং দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা বাড়াতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় পাওয়া গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনার ব্যক্তিগত ভাবমূর্তি নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ইআইইউর।