ফেনী-নোয়াখালীর বন্যার্তদের পাশে শায়েখ আব্দুল কাইয়্যুম এডুকেশন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৩ ২০২৪, ২২:১৮

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী-নোয়াখালীর বন্যার্তদের পাশে মানবিক সহায়াতা নিয়ে দাঁড়িয়েছে শায়েখ আব্দুল কাইয়্যুম এডুকেশনাল এইড ইউকে।

সোববার (২৩ আগস্ট) পর্যন্ত দুই জেলার আড়াইশত পরিবারের কাছে সহায়তার প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। প্যাকেটে রয়েছে ৫ কেজি করে চাল, ১ কেজি করে তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ ও ২৫০ গ্রাম করে গুঁড়া মরিচ ও হলুদ।

এইডের পক্ষে নাগরিক আলেমসমাজের সমন্বয়ক মাওলানা মুজাহিদ হাসান ফয়েজের নেতৃত্বে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ছিলেন নোয়াখালী চৌমুহনী মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল মাদাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবু ইউসুফ কাসেমী, বায়তুস সালাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আতাউল কারীম মাসুক, জামেয়া রশীদিয়া ফেনীর শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আবদুল্লাহ, কণ্ঠশিল্পী হাফেজ মাওলানা জুনেল মাসুদ, নোয়াখালীর ব্যবসায়ী হাফিজ মাওলানা মাকসুদ ও তাসবিহুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফিজ ইসমাইল আহমদ।

ফেনী সদরের ছনুয়া, নাটেশ্বর, সেনবাগের খাজুরিয়া, নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের হাজীপুর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বিপন্ন আলেম, মাদরাসা শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের কাছে মানবিক সহায়তার প্যাকেট পৌঁছে দেওয়া হয়।