ফেনী জামেয়া মাদানিয়া মাদ্রাসার ছাত্র মুহিবুল্লাহ নিখোঁজ
একুশে জার্নাল
অক্টোবর ০৪ ২০১৮, ২০:১৭

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: ফেনী জামেয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মুহিবুল্লাহ (১২) নামে হেফজখানায় পডুয়া এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত বুধবার দুপুর ১২ টায় সে মাদ্রাসার হেফজখানা থেকে বেরিয়ে আর ফেরেনি। মুহিবুল্লাহ ফেনী হাজারী রোডস্থ মাওলানা হাকিম মহফুজের পুত্র। ইতোপূর্বে সে আর কখনো মাদ্রাসা থেকে ছুটি ব্যতিত বা না বলে কোথাও যায়নি।।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে 01815 482898/01823154042 নাম্বারে যোগাযোগের বিশেষভাবে অনুরোধ করা হলো।
ছেলেটিকে খুঁজে পেতে তার পরিবারকে সহযোগিতা করুন।