ফুলের মালা নয়, পরস্পরকে মাস্ক বদলে বিয়ে সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২২ ২০২০, ১৮:০৮

মোঃ উজ্জ্বল (নিজস্ব) প্রতিনিধি;

করোনার ভাইরাসের প্রার্দুভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় দেশের সব মানুষ রয়েছে আতঙ্কে। সচেতন মানুষ তাই কাটাচ্ছেন ঘরবন্দী জীবন। বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। তবে সেই পরামর্শ ভূলে অনেকেই বসছেন বিয়ের পিড়িতে। তবে করোনার আতষ্কের পাল্টে গেছে কিছু উৎসব রীতি। জানা যায়,বিয়েতে পালন করা হলো এক ভিন্ন রীতি। ফুলের মালার বদলে বর- কনে পরস্পরকে মুখে মাস্ক পরিয়ে দিলেন।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। ভারতের এক সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়, রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিলো জোড়। সামাজিক দূরত্ব বাড়াতেই সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা ছিল।

এই বিষয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বতর্মান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষা কবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।

জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। আয়োজকরা জানান, তাদের সবার জন্য হ্যান্ড স্যানিটাইজারের ও ব্যবস্থা করা হয়।