ফুলবাড়ীতে ৬৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ আটক ৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০২০, ১৭:৩১

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই আবু-বক্করের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জতিন্দ্রনারায়ণ এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল সেটও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শুক্কুর আলী (৪৫), একই ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের মৃত আবু হোসেনের ছেলে আব্দুল মতিন লিপু (৪২) ও পশ্চিমফুলমতি গ্রামের গাজীবর রহমানের ছেলে মিন্টু মিয়া মিঠু (৩২)।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিন মাদক ব্যবসায়ী বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে এবং পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।