ফুলপুরে ‘বেওয়ারিশ’ নবজাতকের পাহারায় তিন কুকুর!
একুশে জার্নাল
অক্টোবর ০৫ ২০১৯, ০৮:৫৬
ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলায় ৪নং সিংহেস্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে কে বা কারা সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শিশুটির পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয়ের নবজাতক ছেলে শিশুকে ঘিরে রেখেছিল ৩টি কুকুর।
এলাকার নবম শ্রেণির ছাত্রী মুক্তা খাতুন প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনদের জানায়। পরে পাশের বাড়ির হাসিম উদ্দিনের স্ত্রী হোসনা আরা খাতুন শিশুটিকে উদ্ধার করে নিয়ে তার বুকের দুধপান করান ও তার যত্ন নেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি ইমারত হোসেন গাজীসহ উপজেলা ও জেলার সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থল যান। তারা নবজাতককে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে ভর্তি করেন।
হোসনা আরা খাতুন ও স্কাউট শিক্ষার্থীদের হেফাজতে শিশুটি ফুলপুর হাসপাতালেই ভর্তি রয়েছে। হোসনা আরা খাতুনসহ অনেকেই শিশুটি দত্তক নিতে চাচ্ছেন।
ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত জানান, শিশুর শারীরিক অবস্থা এখন ভাল। বর্তমানে নবজাতক আমার তত্ত্ববধানে সমাজসেবা ও পুলিশের হেফাজতে ভর্তি রয়েছে।
উপজেলা সামাজ সেবা অফিসার সিহাব উদ্দিন খান জানন, রোববার শিশুটিকে আদালতে নেয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী দত্তক দেয়া বা আমাদের হেফাজতে রাখার বিষয়টির সুরাহা হবে।
এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তেই শিশুটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।