ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া: রক্ষা পায়নি মসজিদও
একুশে জার্নাল
জুন ০৩ ২০২০, ২৩:১২
ময়মনসিংহ থেকে নীহার বকুল: ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ও পুর্বধলা থানাধীন ঘাগড়া ইউনিয়নের গতকাল মঙ্গলবার হরিণধরা ও বোয়ালিয়া গ্রামের মধ্যে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।এ নিয়েই ঘটে গেলো তুলকালাম কাণ্ড।
ঘটনার সূত্রে জানা যায় যে,ধোবাউড়া উপজেলা ও পুর্বধলা উপজেলার মধ্যে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা কাপাসিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মসজিদেও ভাংচুর চালায়। সেইসাথে বিভিন্ন দোকানেও এলোপাথাড়ি ঢিল ছুড়ে চলে যায়।
এ ঘটনার জেরে পোড়াকান্দুলিয়ার লোকজন কাপাসিয়ার লোকজনকে ব্রিজে আটক করে। অপর দিকে কাপাসিয়ার লোকজন পোড়াকান্দুলিয়ার লোকজনকে কাপাসিয়া ব্রিজে বাঁশ দিয়ে অবরোধ করে রাখে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুইদল গ্রামবাসী শুরু করে আবার ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে, দেশিয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে থাকা অবস্থায় ধোবাউড়া থানা পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণে নেন।
পরে উভয় এলাকার লোকজনের সাথে আলোচনা করে কাপাসিয়া গ্রামের অবরোধের বেড়া খুলে দেওয়া হয়। পরদিন ১১ টায় উভয় উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রামের মুরুব্বিদের নিয়ে সমস্যাটি সমাধান করবে এই আশ্বাসে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান,এসআই রফিক,ধোবাউড়া থানার পক্ষে এসআই আলী,আঃ খালেক, এসআই শহিদুল ইসলাম, এসআই রতন নাগ, এসআই মাসুদ জামালী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাক্কালে সরকারি নির্দেশনা অমান্য করে কি করে, সামাজিক দূরুত্ব ও শারিরিক দূরুত্বকে না মেনে দু’দল খেলা চালালো কে তাদের অনুমতি দিলো এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে! শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।