ফিলিস্তিনে আজ ‘টায়ার জুমআ’
একুশে জার্নাল
এপ্রিল ০৬ ২০১৮, ০৯:৩৮
একুশে জার্নাল ডেস্ক:
ফিলিস্তিনে আজকের জুম্মার নাম দেয়া হয়েছে ‘জুমআতুল কাউশুক’ তথা ‘টায়ার জুমআ৷’
ফিলিস্তিনে ইসরাইলের দখলদারত্বের ৭০ বছর পূর্ণ হলো এবার। নিজেদের ভূমি ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনিরা পনেরো দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা গাজা সীমান্তে ইসরাইলের দেয়া কাঁটাতারের বেস্টনীর কাছে জড়ো হওয়ার চেষ্টা করছেন৷ যতবার তারা বেস্টনীর কাছে যাওয়ার চেষ্টা করছেন, ইসরাইলী সেনারা ততবার তাদের উপর আক্রমন আক্রমন করছে৷ ইতিমধ্যে ইসরাইলী সেনাদের গুলিতে ১৮জন ফিলিস্তিনি শহীদ হন৷ এতে ক্ষোভে ফুঁসে উঠে ফিলিস্তিনিরা৷ তাদের প্রতিবাদ-প্রতিরোধ আরো তীব্রতর হয় দিন দিন৷
ইসরাইলী সেনাদের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য নানাধরণের অভিনব কৌশল অবলম্বন করে ফিলিস্তিনিরা৷ তারই একটি টায়ার পোড়ানো৷ টায়ার পুড়িয়ে স্নাইপারদের দৃষ্টিকে বিভ্রান্ত করার জন্য ফিলিস্তিনি তরুণরা প্রতিযোগিতামূলক হাজার হাজার পুরনো টায়ার সংগ্রহ করে গাজা সীমান্তের কাছে জমা করে৷