ফিদা আর ফানা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০২ ২০১৯, ১৯:০৩

মনোয়ার শামসী সাখাওয়াত
সোমলতার সোমরসে আমি হইয়াছি দিওয়ানা
শরাবন তহুরা পিয়ে আমি করি মাস্তি মাস্তানা।
আহা বন্ধুর মায়ায় আমি হইছি যে ফিদা আর ফানা!
তাঁর লাগি আমার পিঞ্জিরার পাখি হইল রে উন্মনা
খাঁচার ভেতর অচিন পাখিরে সে যে করে আনমনা।
মানুষের কায়ায় আমি আবাদ করলাম এই দুনিয়া
বন্ধের মায়ায় একদিন এই দেশ যাইব রে ছাড়িয়া।
মাটির মায়ায় আমি ভালবাসিলাম এদেশের সীমানা
মায়ায় বাঁধিল আমারে পরিবার, সমাজ আর উম্মা।
আহা বন্ধুর মায়ায় আমি হইছি যে ফিদা আর ফানা!
দিলচাস্প দিলকাশ দিলরুবা আমায় করিল দিওয়ানা
শরীরি শারারাতে আমায় শিখাইল কামসূত্র আনজানা।
পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আমায় ডাকেন আসো মদীনা
উলামা আউলিয়া শেখান আমায় শরিয়া আর সুফিয়ানা।
আহা বন্ধুর মায়ায় আমি হইছি যে ফিদা আর ফানা!
নদীয়ার ফকির লালন কেন বাউল হয় জিহাদ ছাড়িয়া?
মদীনার নবি তো চলেন জুহুদ ও জিহাদের পথ ধরিয়া।
আহা বন্ধুর মায়ায় আমি হইছি যে ফিদা আর ফানা!